রাজ্যজুড়ে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৫ তম জন্মতিথি
নিউজ ডেস্ক : ‘শিব জ্ঞানে জীব সেবা’। আজও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেখানো এই পথেই চলছে জীব সেবা। আজ এই মহান পুরুষের ১৮৫ তম জন্মতিথি। সেই উপলক্ষ্যে রাজ্যজুড়ে চলছে তাঁর জন্মতিথি পালন। অন্যান্য বছরের মতো এবারও সাধারন উৎসব পালিত হয় বেলুড়মঠে। সংঙ্ঘে এই অনুষ্ঠানের নাম সাধারন উৎসব। সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়ের জমজমাট বেলুড়মঠ চত্বর। উৎসব উপলক্ষে বসেছে মেলা। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এই উৎসবের অংশগ্রহণ করতে।
বেলুড়মঠের পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি উপলক্ষে এদিন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে শহরজুড়ে সকালেই বের হয়েছে বর্ণাঢ্য প্রভাতফেরী। ভোর থেকে যথাযথ মর্যাদায় রামকৃষ্ণ মঠ ও মিশনে মঙ্গল আরতি পূজা পাঠ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথিতে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে নরনারায়ন সেবা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় কুড়ি পঁচিশ হাজার জন মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন। ঠাকুরের জন্মতিথি কে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেইসঙ্গে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কামারপুকুরের মেলা। কামারপুকুর লাহাবাজার মেলাতলা মাঠে বসেছে মেলা। মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু রামকৃষ্ণ মঠ ও মিশন এই নয়, এর পাশাপাশি কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রম মা ভবতারিণী মন্দির, ধনী কামারনি মন্দির, জয়রামবাটি, ঠাকুরের পৈতৃক ভিটে দেরেগ্রাম গ্রাম, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।