কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হলো ১৮৫-তম রামকৃষ্ণ জন্ম তিথি ও উৎসব
কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হলো ১৮৫-তম রামকৃষ্ণ জন্ম তিথি ও উৎসব। মঙ্গলবার কামারপুকুর মঠ থেকে রামকৃষ্ণ জন্ম তিথি উপলক্ষে এদিন সকালে একটি প্রভাতফেরি বেড় হয়। এরপর কামারপুকুর লাহাবাজার, কামারপুকুর চটি পর্যন্ত হয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠে শেষ হয় প্রভাতফেরীটি। এই প্রভাত ফেরীতে গোঘাটের বিধায়ক মানুষ মজুমদার ও রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও বহু ভক্ত উপস্থিত ছিলেন। এরপর আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভক্তিগীতি, কীর্তন, বাউল গান, ভজন, আরতি, বৈদিক শান্তি মন্ত্র, গান সহ বিশেষ পুজো হয়। এরপর প্রার্থনা , ভোগ বিতরণ ও দুপুরে ধর্মসভা ও সন্ধ্যায় প্রার্থনা ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান চার দিন ধরে অনুষ্ঠান চলবে।
এই রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে মেলা বসেছে। এই মেলাটি চলবে 15 দিন।
কামারপুকুর মঠের মহারাজ স্বামী লোকোত্তরা নন্দজি মহারাজ বলেন, সকালে প্রভাতফেরী, বাউল গান, ভজন ,ভক্তি গীতি, ঠাকুরের পুজো অর্চনা ও হোম যজ্ঞ মাধ্যমে শুরু হয়েছে। কুড়ি হাজারের বেশি ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। এই উপলক্ষে চার দিন ধরে ঠাকুরের নাম গান বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। রামকৃষ্ণ জন্মতিথি উৎসব উপলক্ষে এই দিন কামারপুকুর মঠে কয়েক হাজার পূণ্যার্থী উপস্থিত হয়েছিলেন।