অগ্নিগর্ভ দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ১১, জারি ১৪৪ ধারা

নিউজ ডেস্ক : আজ সকাল থেকেই বিক্ষোভের জেরে ফের অশান্ত হয়ে ওঠে জাফরাবাদ। বিকেলে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ রুপ নেয়। নতুন করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয়েছে খন্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এমনকী কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। CAA-র প্রতিবাদের বিক্ষোভের জেরে এখনও উত্তাল হয়ে রয়েছে গোটা এলাকা। ভজনপুরায় পুলিশকে লক্ষ্য করে চলে তুমুল ইট বৃষ্টি। টায়ার ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফে সংবাদমাধ্যমকে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, আগুন ধরিয়ে দেয় গোকুলপুরি বাজারেও। ঘটনার জেরে কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অধিকাংশ দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। উত্তর-পূর্ব দিল্লির সব জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।