ফুলবাগান মেট্রো স্টেশন পরিদর্শন করলেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী
Read Time:46 Second
ফুলবাগান মেট্রো স্টেশন পরিদর্শন করলেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। বুধবার ফুলবাগান মেট্রো স্টেশন এর কাজের অগ্রগতি নিয়ে পরিদর্শন করেন তিনি। সল্ট লেক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো উদ্বোধনের দিনই ফুলবাগান স্টেশন খুব তাড়াতাডি চালু করার সিদ্ধান্ত জানান। তার পর থেকে শুরু হয় তৎপরতা। সেই মত কাজের সমীক্ষা অনুযায়ী রিপোর্ট জামা করবেন মেট্রো জেনারেল ম্যানেজার মনোজ যোশী।