আজ নির্বাচন কমিশনার ও রাজ্যপালের বৈঠক রাজভবনে
নিউজ ডেস্ক : আজ রাজভবন যাচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস। সকাল সাড়ে এগারোটায় সেখানে পৌরভোট সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। কমিশন সূত্রে খবর, পৌরভোটের গতিপ্রকৃতি বুঝতে ২৭ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডাকা হয়েছে।
পৌরভোটের প্রস্তাবিত দিন চূড়ান্ত করে ফেলেছে রাজ্য সরকার। আগামী১২ এবং ২৬ এপ্রিল হতে চলেছে রাজ্যের পৌরসভা এবং পৌরনিগমের ভোট। এর আগে কোনও রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে ভোটের গতিপ্রকৃতি জানতে চেয়েছেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সোমবার বিকেল পর্যন্ত রাজভবনের তরফে কোনও বার্তা নির্বাচন কমিশনে যায়নি বলে স্পষ্ট জানিয়ে দেন সৌরভ দাস। এ বিষয়ে তিনি বলেন, “আমরা এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনও চিঠি পাইনি। টুইটের বিষয়টি শুনেছি। কিন্তু, সরকারিভাবে এখনও পর্যন্ত এবিষয়ে কিছুই জানি না।”