রহস্যজনকভাবে মৃত্যু এক তরুণীর
Read Time:1 Minute, 17 Second
** হাওড়া
রহস্যজনক মৃত্যু বেলুড়ের তরুণীর। কয়েকমাস আগে নিখোঁজ হয় তরুণীর দাদা। এরপর থেকেই ঋণ শোধের জন্য ব্যাঙ্কের চাপ বাড়তে থাকে বোনের ওপর। গত সোমবার থেকে ফ্ল্যাটের দরজা না খোলায় মঙ্গলবার থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ মঙ্গলবার বিকেলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করে তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীর নাম সঙ্গীতা শর্মা(৩৫)৷ ওই ফ্ল্যাটে গত কয়েকবছর ধরে থাকতেন দাদা ও বোন। ওঁদের বাবা মা দুজনেই আগেই মৃত। দাদা সরোজের ছিল মোটরসাইকেল সারানোর গ্যারেজ। বোন বাড়িতেই সেলাইয়ের কাজ করতেন। ব্যাঙ্ক থেকে ঋণ করেই কিনেছিলেন ফ্ল্যাট। কেন দাদা নিখোঁজ হলেন ও কেনই বা বোনের অস্বাভাবিক মৃত্যু হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত করছে বেলুড় থানার পুলিশ।