দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে 174 নং বিএসএফ ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে আয়োজিত হল মিনি ম্যারাথন দৌড়

0 0
Read Time:2 Minute, 45 Second

দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের 174 নং ব্যাটেলিয়ান সাথীমারি বিএসএফ এর উদ্যোগে আয়োজিত হল পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়।
এদিনের এই দৌড় প্রতিযোগিতা কুসুমন্ডি পেত্নী দিঘি এলাকা থেকে শুরু হয়ে সাথী মারি 174 নং ব্যাটেলিয়ান ক্যাম্পে অব্ধি গিয়ে শেষ হয়।
কুসুমন্ডি ব্লকের প্রায় 300 জন প্রতিযোগী এই বিশেষ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।
এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন 174 নং ব্যাটেলিয়ান হাইকমান্ডের হাম সরাজ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আশিশ সুদ, কমান্ডার হীরেন্দ্রনাথ সিং, প্রাক্তন বিএসএফ প্রধান মহানন্ মার্ডি সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।

ম্যারাথন দৌড় প্রসঙ্গে বিএসএফ কমান্ডার হাম স্বরাজ জানান “
এলাকার প্রায় কমবেশি 300 জন প্রতিযোগীর এই বিশেষ মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে। এদিনের এই ম্যারাথন দৌড় মোট 2 টি বিভাগে অনুষ্ঠিত হবে পেত্নী দেখি এলাকা থেকে শুরু করে সাতিমারি 174 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্প গিয়ে শেষ হবে এই বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।”

এইদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয় সুলতান মাহমুদ এবং মহিদ রেজা তাদের হাতে ট্রফিসহ নগদ টাকা তুলে দেয় বিএসএফ হাইকমান্ডর হাম স্বরাজ। এছাড়াও যুগ্মভাবে রানার্স গোপাল সরকার এবং তাঁজিরুল ইসলাম কেও বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

এই প্রসঙ্গে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার কারী সুলতান মাহমুদ জানালেন বিএসএফকে ধন্যবাদ জানাই এই 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করার জন্য, এই দৌড় প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি আগামীতে আরও বড় জায়গায় অংশ গ্রহণ করার ইচ্ছে রয়েছে আমার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!