বারাসাত ডিপটে অস্থায়ী কর্মচারীরা 8 দফা দাবিতে কর্মবিরতি বন্ধ প্রায় 24 টি রুটের 80টি বাস বন্ধ বাস পরিষেবা
Read Time:52 Second
বারাসাত ডিপট থেকে 24 টি রুটের প্রায় 80 টি বাস চলে দীর্ঘদিন ধরে ডিপট 240 জন অস্থায়ী কর্মচারী বিভিন্ন কারন দেখিয়ে মাইনের টাকা কেটে নেওয়া বা কোন বাসের সামান্য খতি হলে মাইনের টাকা থেকে কেটে নেওয়া হত সামান্য ভুল হলেই ডিপট কাজ থেকে বসিয়ে দেওয়া হত বলে অভিযোগ ডিপট অস্থায়ী কর্মচারীদের এই ধরনের অভিযোগ অস্বীকার করে ডিপট সরকারি আধিকারিকরা তারা এই ব্যাপারে কোন মুখ খুলতে চাই নি । অস্থায়ী কর্মচারীরা তাদের আট দফা দাবি না মানলে তাদের অবস্থান বিক্ষোভ চলবে