দিল্লির হিংসা এবার প্রান নিল এক আইবি অফিসারের
Read Time:1 Minute, 20 Second
নিউজ ডেস্ক : সিএএ নিয়ে উত্তর-পূর্ব দিল্লির অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। হেড কন্সটেবলের পর উদ্ধার হল এক আইবি অফিসারের দেহ। এর পরই চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি জুড়ে। পুলিশ জানিয়েছে, মৃত আইবি অফিসারের নাম অঙ্কিত শর্মা। তিনি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন আইবি-তে।
এ বিষয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “মঙ্গলবার সকালে অঙ্কিতের পরিবারের সদস্যরা পুলিশকে জানান যে একদল যুবক তাঁদের বাড়ির সামনে আচমকাই পাথর ছুঁড়ছিল। পরিবারের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান অঙ্কিত। এরপরই তাঁকে বেধড়ক মারধর করে টেনে নিয়ে যায় হামলাকারীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার দুপুরে উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগ এলাকায় একটি নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ।