অমিত শাহকে কালো পতাকা দেখানোর পাশাপাশি চলবে গো ব্যাক স্লোগান
Read Time:1 Minute, 19 Second
নিউজ ডেস্ক : সম্প্রতি দিল্লির দাঙ্গার জন্য কেন্দ্রীয় সরকারের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে সমস্ত বিরোধী দলগুলি।এমনকী এও দাবি করা হয়েছে যে, দিল্লির পুলিশকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাই এ রাজ্যে অমিত শাহ এলে তাঁকে কালো পতাকা দেখানো হবে। পাশাপাশি চলবে গো ব্যাক
স্লোগানও। এমনটাই জানিয়েছে রাজ্য এসএফআই-নেতৃত্ব।
শনিবার এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, “দিল্লিতে সংঘর্ষের ঘটনায় ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা৷ দিল্লির হিংসা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মানুষ মারার নীতি নিয়ে চলে বিজেপি ও অমিত শাহের দল৷ তাই অমিত শাহ যতক্ষণ রাজ্যে থাকবেন, ততক্ষণ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবে বাম ছাত্র সংগঠনগুলি৷”