অমিত শাহের সভায় ব্যাঘাত ঘটালে ফল ভালো হবে না, হুঙ্কার বিজেপি’র জাতীয় সচীবের
Read Time:1 Minute, 1 Second
নিউজ ডেস্ক : আগামী ১ লা মার্চ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সেই উপলক্ষে সেজে উঠছে শহীদ মিনার চত্বর। রবিবার শহীদ মিনার চত্বরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এমনই আশা বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহার।
কিন্তু এই সমাবেশে রাজ্যের বাম-কংগ্রেস কোনোরকম ব্যাঘাত ঘটালে বিজেপিও চুপ থাকবে না। একথা সাফ জানিয়ে দিয়েছেন রাহুল। তিনি বলেন, “বর্তমানে রাজ্যে কোণঠাসা হয়ে গিয়েছে সিপিএম ও কংগ্রেস। তাদের আর লড়াই করার ক্ষমতা নেই। শুধুমাত্র লাইমলাইটে থাকার জন্যই ব্যাঘাত ঘটাতে পারে। কিন্তু তার ফল ভালো হবে না”।