দিনের বেলায় মহিলার বাড়িতে ডুকে পেটে ছুরি মেরে পালাল তিন দুষ্কৃতি।
মালদা শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের সুভাষপল্লী এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। গুরুতর জখম আবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে জখম মহিলার নাম প্রীতি বৈশ্যমালি(৪০)। স্বামী মিঠু বৈশ্যমালি পেশায় গাড়ি ব্যবসায়ি। বাড়ি বামোনগোলা থানা এলাকায়। তবে কর্মসূত্রে ইংরেজবাজার শহরের সুভাষপল্লী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। শনিবার দুপুরে ভাড়া বাড়িতে একা ছিলেন মহিলা। সেই সময় তাদের এক গাড়ি চালক নূর আহমেদ বাড়িতে আসে। সঙ্গে আরো দুই যুবক ছিল। মহিলার কাছে তিন লক্ষ টাকা ধার চায় নূর আহমেদ। মহিলা রাজী না হলে মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা চাইতে থাকে। কিন্তু মহিলার কাছে টাকা না থাকায় রাজি হচ্ছিলা। সেই সময় মহিলাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। পেটে ছুরি মারলে মহিলা চিৎকার শুরু করে। ছুটে আসে বাড়ির মালিক। দুই জন আগেই পালিয়ে যায়।নূর আহমেদ স্কুটি নিয়ে পালাতে গেলে ধরে ফেলে বাড়ির মালিক শ্যামল ঘোষ।স্কুটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।ছুটে আসে প্রতিবেশিরা। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। স্কুটিটি উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিত্বে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।