দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন এস এন শ্রীবাস্তব
Read Time:1 Minute, 11 Second
নিউজ ডেস্ক : শনিবার কার্যভার গ্রহণ করলেন দিল্লির বিশেষ তথা নতুন পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব। ২৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করছেন অমূল্য পটনায়ক। ১ মার্চ থেকে তাঁর জায়গা নিচ্ছেন এস এন শ্রীবাস্তব।
দায়িত্ব গ্রহণ করার পরই তিনি দিল্লির সিএএ প্রভাবিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি। এরপর তিনি জানান, “আমার প্রথম দায়িত্ব হল, মানুষের মনে পুলিশের প্রতি ভরসা ফিরিয়ে আনা। মানুষ যাতে নিরাপদ বোধ করেন।” অবশ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসাবে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি এস এন শ্রীবাস্তবকে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আর এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।