বৌদির মৃতদেহ উদ্ধার দেওরের ঘর থেকে
Read Time:58 Second
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রিষরার মৈত্রী পথ এলাকায়।মৃতার নাম নাসিমা বিবি।শুক্রবার থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার।শনিবার সন্ধ্যায় রিষরার মৈত্রী পথ এলাকায় ওই মহিলার দেওর মহম্মদ আসলামের বাড়িতে তালা ভেঙে নাসিমার মৃতদেহ উদ্ধার করে রিষরা থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর কোন্নগর চটকল এলাকার বাসিন্দা নাসিমা বিবি গত দুই বছর ধরে তার দেওরের বাড়িতে থাকতেন।এদিন মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে রিষরা থানার পুলিশ।