মুখোমুখি বাইক সংঘর্ষ গুরুতর আহত 3
ধ্রুব জ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুর হরিরামপুর ধুমষাদিঘি রাস্তায় পথদুর্ঘটনায় আহত হলেন ৩ বাইক আরোহী। হরিরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে দুপুর দুটো নাগাদ কুন্দনা মোড় এলাকার ঢেলপির নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে । স্থানীয়রাই আহতদের হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। আহতরা হলেন জাফরুল ইসলাম (২৩), আব্দুল সাত্তার(৫০)। বাড়ি হরিরামপুর ব্লকের বৈরাহাট্যা পঞ্চায়েতের খিরকুড়ি গ্রামে। তৃতীয় আহত বাইক আরোহীর নাম সাহিল রানা (২৬) বাড়ি ব্লকের ৬ নম্বর বাগিচাপুর পঞ্চায়েতের কোঠাপাড়া গ্রামে । গ্রামবাসী সূত্রে জানা গেছে জাফরুল ইসলাম ও আব্দুল সাত্তার সম্পর্কে বাবা ও ছেলে। নিজেদের বাইকে হরিরামপুর থেকে বাড়ি যাবার পথে উল্টো দিক থেকে আসা শাহিল রানার বাইকের সাথে ঢেলপীর নামক জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয। তিনজনই বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে যান। এরপর গ্রামবাসীরাই আহতদের হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন । হরিরামপুর হাসপাতালের বিএমওএইচ শৌভিক আলম বলেন দুই জনের অবস্থা আশঙ্কাজনক হয় বাইরে পাঠানো হয়েছে। ওই দুই গুরুতর আহতের পরিবার সূত্রে জানা গেছে আব্দুল সাত্তারকে রায়গঞ্জ ও সাহিল রানাকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হরিরামপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস বলেন অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। বাইক দুটিকে আটক করেছে হরিরামপুর থানার পুলিশ।