রাজারহাটে জাতীয় সুরক্ষা গার্ডের বিশেষ কমপ্লেক্স উদ্বোধন করতে চলেছেন অমিত শাহ
Read Time:49 Second
নিউজ ডেস্ক : একগুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার কলকাতায় পা দেবেন অমিত শাহ। এরপর রবিবার সকাল থেকেই তিনি ব্যস্ত থাকবেন তাঁর কর্মসূচী নিয়ে। এমনটাই জানা গিয়েছে রাজ্য বিজেপির তরফে।
সূত্রের খবর, রবিবার রাজারহাটে জাতীয় সুরক্ষা গার্ডের ২৯ স্পেশাল কম্পোসিট গ্রুপ কমপ্লেক্সের উদ্বোধন করবেন অমিত শাহ। সেইসঙ্গে কলকাতায় দুটি সভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে শহিদ মিনারের সভার অপেক্ষায় রাজনৈতিক মহল।