শিলংয়ে জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Read Time:1 Minute, 21 Second
নিউজ ডেস্ক : সিএএ-কে কেন্দ্র করে দেশজুড়ে ক্রমশ সংঘর্ষ বেড়েই চলেছে। আন্দোলনকারিরা জারি রেখেছে বিক্ষোভ। নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে খাসি ছাত্র সংসদের সদস্য এবং অ-উপজাতিদের সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। তাই পরিস্থিতির দিকে নজর রেখে শিলং এবং তার সংলগ্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চলের ছয়টি জেলাতেও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা।
সূত্র মারফত জানা গিয়েছে, এই বিষয়কে ঘিরে শিলং ও তার আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হতে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। আর সেই কারণেই কর্তৃপক্ষ পূর্ব খাসি পাহাড়, পশ্চিম খাসি পাহাড়, দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, রি ভোই, পূর্ব জৈন্তিয়া পাহাড় এবং পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করেছে।