অমিত শাহের সভা ঘিরে বাম-ছাত্র সংগঠন ও পুলিশের ধস্তাধস্তি
Read Time:1 Minute, 26 Second
নিউজ ডেস্ক : শনিবারই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার রাজারহাটে জাতীয় সুরক্ষা গার্ডের ২৯ স্পেশাল কম্পোসিট গ্রুপ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপরই শহিদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। কিন্তু তাঁর এই সফরকে ঘিরে সকাল থেকে শহর জুড়ে চলছে বিক্ষোভ।
ধর্মতলার মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন । পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বাঁধে তাঁদের। এয়ারপোর্ট ১ নং গেটে, ধর্মতলা, পার্কসার্কাস, গড়িয়াহাট, কৈখালী, মৌলালি সহ একাধিক জায়গায় রাস্তায় নামে বিক্ষোভ বাম-কংগ্রেস সংগঠন। ‘দিল্লির হত্যার নায়ক অমিত শাহ’ এই প্ল্যাকার্ড হাতে নিয়ে চলে ‘গো-ব্যাক অমিত শাহ’ স্লোগান। পাশাপাশি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, কলকাতাতে কোনও ভাবেই ‘ওয়েল কাম’ নন অমিত শাহ।