“আর নয় অন্যায়” অভিযানের ফোন নম্বর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
“আর নয় অন্যায়” অভিযানের ফোন নম্বর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডেস্ক : পুরসভা ভোট আসন্ন। তৃণমূলকে ধরাশায়ী করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে রাজ্য বিজেপি। তার আগে আগামী ১ মার্চ কলকাতার শহীদ মিনারে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভা থেকেই আসন্ন পুরভোট উপলক্ষে নতুন কৌশলে প্রচার শুরু করেছে রাজ্য বিজেপি। রাজ্যে পুরভোটে জয়ী হওয়ার লক্ষ্যে আদা জল খেয়ে মাঠে নেমেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, “আমারা একটি প্রচার অভিযান শুরু করছি, যার নাম ‘আর নয় অন্যায়’। একটি নম্বর দিয়ে বলেন (৯৭২৭২৯৪২৯৪) আপনিও এই অভিযানে যোগ দিন।
এদিন সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলার ঘরে ঘরে স্লোগান পৌঁছে দিন সকলে। এই নম্বরই শরনার্থীদের নাগরিকত্ব দেবে, সোনার বাংলা তৈরি করবে।” সেইসঙ্গে তিনি এও বলেন, “লোকসভায় ১৮ টি আসন দেওয়ার জন্য বাংলাদেশের বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। মমতা কোন স্বার্থে সিএএ’র বিরোধিতা করে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন?” পাশাপাশি সকলকে আশ্বস্ত করে তিনি জানালেন, “সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়।”