শুরু হয়েছে তপনকুমারের একক চিত্রপ্রদর্শনী
Read Time:1 Minute, 9 Second
নিউজ ডেস্ক : গত ২৩ ফেব্রুয়ারি ২০২০ ‘ইন্দ্রজাল ভবন’ ২৭৬/১ রাসবিহারী অ্যাভিনিউতেও শুরু হয়েছে শ্রী তপনকুমার দেবনাথের একক চিত্র প্রদর্শনী। চলবে ১ মার্চ পর্যন্ত। পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের রাজ্যগুলিতে দলবদ্ধভাবেও তাঁর ছবি প্রদর্শিত হয়েছে।
জানা গিয়েছে, ১৯৯০ সালে তিনি ইন্ডিয়ান কলেজ অফ আর্টস এন্ড ড্রাফটসম্যানসিপ থেকে পাশ করেন। তাঁর অধিকাংশ কাজ কাগজের উপর হলেও ক্যানভাসে কাজের সংখ্যা কিছু কম নয়। ছবিতে রঙ ব্যবহারের মুন্সিয়ানা যথেষ্ট নজর কাড়ে। শ্রী দেবনাথের সুদক্ষ হাতের হৃদয়স্পর্শী রঙের ছোঁয়ায় প্রতিটি ছবি যেন জীবন্ত হয়ে ওঠে। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকেন দর্শক। কমার্শিয়াল কাজেও সমান দক্ষতার সঙ্গে এগিয়ে চলেছেন তপনকুমার।