64 জন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দিয়ে চলেছে কুশমন্ডি ইয়ংস্টার অ্যাসোসিয়েশন
Read Time:1 Minute, 14 Second
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ইয়ং অ্যাসোসিয়েশন নামক সংস্থার উদ্যোগে কুশমন্ডি উচ্চ বিদ্যালয় ময়দান প্রাঙ্গণে প্রত্যহ এলাকার 64 জন ছাত্র ছাত্রীদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে চলেছেন কুসুমন্ডি উচ্চ বিদ্যালয়ের খেলাধুলার শিক্ষক সুমিত বর্মন।
বর্তমান প্রজন্মে গ্রামগঞ্জের বুকে যেভাবে ফুটবল খেলা হারিয়ে যেতে বসেছে সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত বাবু আজও স্বপ্ন দেখেন তার প্রত্যেকটি ছাত্র ছাত্রীই আগামীতে বড় মাপের ফুটবল খেলোয়ার হবে।
এই প্রসঙ্গে মাঠে ফুটবল প্রশিক্ষণ নিতে আসা এক ছাত্রী জানালেন “পড়াশোনার পাশাপাশি আমরা প্রত্যহ ফুটবল প্রশিক্ষণ নিচ্ছি কারণ আমরা ভালো করে জানি প্রশিক্ষণ ছাড়া কখনোই ভালোমতো ফুটবল খেলা শিখতে পারবো না।”