নরখাদকের সভায় কেউ যাবেন না : সোমেন মিত্র
নরখাদকের সভায় কেউ যাবেন না। রবিবার শহীদ মিনার ময়দানে অমিত শাহের সভা বয়কট এর জন্য বাংলার মানুষের কাছে এই ভাষাতেই আবেদন দেখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। যখন রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে তখন মাইক বাজিয়ে কিভাবে সমাবেশের অনুমতি মেলে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শহীদ মিনার ময়দানে রবিবারের অমিত শাহের সভা বয়কট এর আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার বিধান ভবনে সোমেন মিত্র বলেন, নরখাদকের সভায় কেউ যাবেন না এই আবেদন বাংলার মানুষের কাছে রাখছি। যখন রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে সেই সময় প্রকাশ্যে মাইক বাজিয়ে কিভাবে সমাবেশের অনুমতি মেলে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।
এদিন সোমেন মিত্র আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন। ভুবনেশ্বরে আয়োজিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় মমতার যোগদান নিয়ে কড়া আক্রমণ করেন তিনি। সোমেনবাবু বলেন, সারদ-নারদায় গলা পর্যন্ত জর্জরিত হয়ে আছেন রাজীব কুমার থেকে তৃণমূলের একাধিক নেতা। সেই থেকে রক্ষা পেতেই কি মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া, প্রশ্ন সোমেনের।
দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদে আগামী সোমবার কংগ্রেস ও বামেরা যৌথ ভাবে কলকাতায় মহামিছিল সংগঠিত করবে বলে এদিন ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যসভা নির্বাচনে বামেদের প্রার্থীকে তাদের সমর্থন দিতে কোন আপত্তি নেই বলেও এদিন সাফ জানান সোমেন মিত্র।