গঙ্গারামপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর এর বাধমোর এলাকায়।
এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ সরকার বয়স 22 তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাধমোড় এলাকায়, পেশায় সে একজন রংমিস্ত্রি।পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো রবিবার রাতে খাওয়া-দাওয়া করে নিজের ঘরেই ছিল বিশ্বজিৎ এর পরে রাত্রি তিনটে নাগাদ বাড়ি থেকে বের হয় সে তারপরে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হয় ওই যুবক।
এরপর সকালে ঘটনাটি নজরে আসতেই এলাকার মানুষজন খবর দেয় গঙ্গারামপুর থানায়।
পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ, এবং পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বিশ্বজিতকে ।
পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন