দিঘায় জালে উঠল ৯০০ কেজির মাছ
দিঘায় জালে উঠল ৯০০ কেজির মাছ, চোখ কপালে মৎসজীবীদের
দিঘার মৎস্যজীবীদের জালে এতবড় মাছ এর আগে কখনও উঠেছে বলে মনে করতে পারছেন না কেউ। রবিবার গভীর সমূদ্রে জালটিকে টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবিদের।
অবশেষে সোমবার বিশালকায় ওই মাছটিকে রীতিমতো ট্রলারে চাপিয়ে নিয়ে আসা হয়েছিল দিঘা মোহনার মৎস্যবন্দরে। আর এই মাছ দেখেই চক্ষু ছানাবড়া মৎস্যজীবী থেকে সাধারণ মানুষের। মাছটিকে দেখতে এদিন সকাল থেকেই দিঘা মোহনায় উপচে পড়েছে সাধারণ মানুষ থেকে পর্যটকদের ভিড়।
ফলে ভিড় সামলাতে পুলিশ ডাকতে হয় মোহনায়। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, এই মাছটি আসলে চিল শঙ্কর প্রজাতির মাছ। যার ওজন প্রায় ৯০০ কেজি। কিন্তু এতবড় মাছ আগে কখনও ধরা পরেনি এই এলাকায়।
রবিবার কাঁথির শৌলায় আলামিয়ান-৩ নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এই বিশালাকায় মাছটি ধরা পড়ে। এই ট্রলারের মালিক কাঁথি’র বাসিন্দা জাহেরুন বিবি। ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। স্থানীয় এক ব্যবসায়ী মাছটি এক লক্ষ টাকায় কিনে নিয়েছেন।