জন্মসূত্রেই ভারতীয় নাগরিক নরেন্দ্র মোদী, জানাল প্রধানমন্ত্রীর দফতর
নিউজ ডেস্ক : চলতি বছর ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না। জবাবে পিএমও-র সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়। তাঁর নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই। (যদিও এই তথ্যের সত্যতা যাচাই করে দেখেনি pratidin24x7)।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশ উত্তাল। এই পরিস্থিতিতে এহেন তথ্য রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। অসমে নাগরিকত্ব সংশোধনী তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষের নাম। নাগরিকত্বের উপযুক্ত প্রমানদিতে না পারায় বহু মানুষের ঠাঁই হয়েছে ডিটেনশন ক্যাম্পে। এরফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার নাগরিকত্বের নথি চাওয়া হলে আমজনতাও যদি জন্মসূত্রে নাগরিকত্বের দাবি তোলে, তবে কি সেটা গ্রাহ্য হবে?