এবার থেকে বিমানে মিলবে ফ্রি ওয়াইফাই
Read Time:1 Minute, 2 Second
নিউজ ডেস্ক : রেল, মেট্রোর পর এবার বিমানেও মিলবে ফ্রি ওয়াইফাই পরিষেবা।আকাশে যাত্রীদের ইন্টারনেট ব্যবহারের পরিষেবা দিতে সর্বাগ্রে এগিয়ে এল ভিস্তারা।সোমবার কেন্দ্র সরকারের তরফে এ ব্যাপারে একটি নোটিশ জারি করে এমনটাই জানানো হয়েছে। প্রথম বোয়িং ৭৮৭-৯-এর ডেলিভারি পাওয়ার পরেই ভিস্তারার সিইও জানিয়েছেন, “ভিস্তারাই দেশের সর্বপ্রথম ফ্রি ওয়াইফাই-যুক্ত বিমান পরিষেবা দেবে।ফলে এখন থেকে আকাশেও চলবে ইন্টারনেটের অবাধ বিচরণ। ওয়াইফাই-এর মাধ্যমে যাত্রীরা আকাশেই নিজেদের ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, স্মার্ট ওয়াচে ওয়াইফাই সংযোগ করতে পারবেন।