অঙ্কিত শর্মার পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস কেজরিওয়ালের
Read Time:57 Second
নিউজ ডেস্ক : দিল্লিতে দাঙ্গায় নিহত হয়েছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার অঙ্কিত শর্মা। নিহত অঙ্কিত শর্মার পরিবারকে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চলেছে দিল্লি সরকার। সেইসঙ্গে পরিবারের কোনও সদস্যকে দিল্লি সরকারের তরফ থেকে চাকরিও দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
তবে এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে উঠেছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশ দাবি করেন যে, বাকি মৃত ৪৭ জনের পরিবারকেও একইরকমভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত দিল্লি সরকারের।