অমিত শাহের পা পড়াতেই অপবিত্র শহিদ মিনার, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করল বাম ছাত্র সংগঠন
নিউজ ডেস্ক : পুরভোট আসন্ন। তার আগে রবিবার শহিদ মিনারের পাদদেশে বিজেপির তরফে এক বিরাট সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য নেতা কর্মীরা। অমিত শাহের আগমণে অপবিত্র হয়ে গিয়েছে এই বিখ্যাত স্মৃতি সৌধ। এমনই দাবি। তাই গঙ্গা জল ও সাবান দিয়ে সোমবার মিনারের পাদদেশ পরিষ্কার করল এসএফআই ও ছাত্র পরিষদ। এখানেই শেষ নয়, এরপর সেখানে ফুলের মালা দিয়ে এক মিনিট নীরবতা পালন করলেন দুই দলের সমর্থকরা।
এ বিষয়ে এই বিষয়ে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, “এর আগের বার তিনি কলকাতায় যখন এসেছিলেন, তখন যে বিদ্যাসাগর আমাদের বর্ণপরিচয়ের লেখক, তাঁর মূর্তি ভাঙ্গা হয়েছিল। এবার তিনি কলকাতায় এলেন আর গোলি মারো স্লোগান উঠল। আমরা মনে করি এরকম একজন মানুষের পা শহিদ মিনার ময়দানে পড়াতেই অপবিত্র হয়ে গিয়েছে ঐতিহাসিক শহিদ মিনার। তাই আমরা আজ সাবান জল দিয়ে সব শুদ্ধ করলাম।”