ফুলবাড়িতে মর্মান্তিক পথদুর্ঘটনার কবলে বিয়ে বাড়ির গাড়ী
Read Time:1 Minute, 18 Second
মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত এখন অব্ধি 30।
জানা গেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায় এইদিন বোল্লা বিয়েবাড়ি থেকে ফেরার পথে যাত্রী বোঝায় পিকাপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বালুরঘাট গামী লড়ির।
ঘটনায় এখন অব্দি আহতের সংখ্যা প্রায় 30।
ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে 512 নং জাতীয় সরক।স্থানীয় মানুষজন আহত দের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।
আহত দের মধ্যে কাকুলি বে (30),লিপিকা এক্কা (12), লক্ষী টিজ্ঞা 1, রিয়া ওরাও (10), এই চার জনকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ রেফার করা হয়েছে।
বাকি আহত রা সকলেই বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
কি কারণে ঘটলো এমন ভয়াবহ দুর্ঘটনা পুরো ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।