আজ রইল ম্যাঙ্গো স্যেক উইথ ভ্যানিলা আইসক্রিম
Read Time:50 Second
গরমকাল ঘরে এক পা দিয়ে দিয়েছে। আর গরম মানেই ঠান্ডা ঠান্ডা খাবার, বিভিন্ন সরবত জাতীয় খাবারই অধিকাংশ মানুষ পছন্দ করেন। তাই আজ রইল ম্যাঙ্গো স্যেক উইথ ভ্যানিলা আইসক্রিম
উপকরণঃ
পাকা আমের টুকরো তিন কাপ,
ঘন তরল দুধ দু কাপ,
চিনি আধ কাপ,
মধু ২ চা চামচ,
ক্রিম ১৫০ গ্রাম,
ভ্যানিলা আইসক্রিম ৩ টেবিল চামচ,
ক্রিম প্রয়োজনমতো।
প্রণালী:
আইসক্রিম বাদে সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিবেশন পাত্রে ঢেলে আইসক্রিম সহ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।