“আপনি আগুন নিয়ে খেলছেন”, নির্ভয়ার ধর্ষকের আইনজীবীর উদ্দেশ্যে ধমক বিচারপতির, জানিয়েছেন ট্রাফিক পুলিশ
নিউজ ডেস্ক : নির্ভয়াকাণ্ডে ফের একবার দোষীদের ফাঁসির নির্দেশ পিছিয়ে গেল। এই নিয়ে নির্ভয়ার দণ্ডিতদের মোট তিনবার ফাঁসির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট। কিন্তু তার পরও ফাঁসির নির্দেশ পিছিয়ে যায়। আর এরপরই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
দিল্লি আদালতের বিচারপতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনজীবী এপি সিংয়ের উদ্দেশে বলেন, ‘আপনি আগুন নিয়ে খেলছেন, আপনার সাবধান থাকা উচিত। একটিমাত্র ভুলের ফলাফল কী হতে পারে জানেন?’ দণ্ডিতদের আইনজীবী যেভাবে আইনের ফাঁকফোঁকর বের করে তাদের বাঁচিয়ে রেখেছেন, তা আইনি ব্যবস্থার উপরই বড়সর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তাই ফাঁসি যে পুনরায় পিছিয়ে যেতে পারে সেই আশঙ্কা আগেই বিশেষজ্ঞদের তরফে করা হয়েছিল। অবশ্য এত টানা পোড়েনের পরও একটা বিষয় সকলেই আশাবাদী যে, রাষ্ট্রপতি একবার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলে আর কোনও আইনি বিকল্প খোলা থাকবে না দণ্ডিতদের হাতে। সে ক্ষেত্রে আদালত পরবর্তী যে তারিখ দেবে, সেই দিনই ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে।