নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পৌরপিতা গৌতম হালদারের নেতৃত্বে তৃণমূলের ধিক্কার মিছিল
Read Time:1 Minute, 22 Second
নিউজ ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনকে আরও মজবুত করছে তৃণমূল কংগ্রেস। গত কয়েক মাস ধরেই লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বুধবারও কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক বিরাট মিছিল করা হয়। বিজেপির ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে পৌরপিতা গৌতম হালদারের নেতৃত্বে আয়োজিত ওই মিছিলে পা মেলান অসংখ্য মানুষ।
পাশাপাশি এদিন মিছিলে দিল্লির হিংসার ঘটনাকে কেন্দ্র করেও প্রতিবাদের আওয়াজ তোলেন মিছিলে অংশগ্রহণকারী মানুষ। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের তীর নিক্ষেপ করে গৌতম হালদার বলেন, দিল্লিতে পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়েছে বিজেপি। ওই ঘটনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।