ভোটার কার্ডে কুকুরের ছবি, অপেশাদারিত্বের সাক্ষী মুর্শিদাবাদ
নিউজ ডেস্ক : সরকারি কাজের গাফিলতির জেরে আমাদের অনেককেই হয়রানির শিকার হতে হয়েছে। এহেন আরও একটি ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের রামনগর গ্রাম। ভোটার কার্ডে মানুষের ছবি নয়, জ্বলজ্বল করছে কুকুরের ছবি। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, সুনীল কর্মকার নামে এক ব্যক্তি নিজের ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলেন। বুধবার সংশোধিত কার্ডটি তিনি হাতে পান। কিন্তু সেটি দেখা মাত্রই তাঁর চক্ষু চড়কগাছ। ওই কার্ডে তাঁর ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি। এ বিষয়ে তীব্র ক্ষোভ উগরে তিনি বলেন, “এটি আমার সম্মানের সাথে খেলা করা হয়েছে। আমি বিডিও অফিসে যাবো এবং অনুরোধ করবো যাতে এমনটা আর কখনও না ঘটে।”
যদিও ঘটনার কথা শিকার করে অঞ্চলের বিডিও বলেন, “ছবি ইতিমধ্যেই ঠিক করা হয়ে গিয়েছে। তিনি সঠিক ছবি সহ সংশোধিত নতুন কার্ড পাবেন।”