দিল্লিতে আন্দোলন কারীদের মৃত্যুর ঘটনায় বিজেপি কে ‘ছি’ ও NRC, CAA, NPR বিরোধিতায় আবার ও সরব তৃণমূল কংগ্রেস
Read Time:1 Minute, 2 Second
দিল্লিতে আন্দোলন কারীদের মৃত্যুর ঘটনায় বিজেপি কে ‘ছি’ ও NRC, CAA, NPR বিরোধিতায় আবার ও সরব তৃণমূল কংগ্রেস, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে NRC র প্রতিবাদে ও দিল্লিতে nrc র বিরোধী আন্দোল কারীদের নীরবিচারে হত্যার ধিক্কার জানিয়ে ‘ছি’ bjp বিরোধী আন্দোলন আমডাঙ্গার মরিচা গ্রামপঞ্চায়েত এলাকায় 34 নং জাতীয় সড়কে ,টালিখলা মোড় থেকে গাদামারা হাট পর্যন্ত প্রায় 3 কিমি মোড় থেকে শুরু হয় পায়ে হেটে প্রতিবাদ ধিক্কার মিছিল,বিকাল 4 টে থেকে প্রায় 1 ঘন্টা চলে এই প্রতিবাদ মিছিল ,প্রায় 500 দলীয় কর্মী পা মিলিয়েছিলো।