মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কুস্মুন্ডি ব্লকের 600 জন কৃষক, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নতিভুক্ত করালেন
দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকে সহ কৃষি অধিকর্তা করন অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই দিন নাম নথিভুক্ত করালেন এলাকার প্রায় 600 জন কৃষক।
কুশমন্ডি এলাকার বহু কৃষকেরা এই প্রকল্পের আওতায় এসেছেন তাই এই দিন কৃষকদের কে ধন্যবাদ জানান কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাইর আব্বাস।
পাশাপাশি কৃষকেরা এই প্রকল্পের আওতায় আসার প্রসঙ্গে কুসুমন্ডি ব্লকের কৃষিসহ অধিকর্তা করনের আধিকারিক অজিত সরকার বলেন কুশমন্ডি ব্লকে যে সমস্ত কৃষকেরা এখনো এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসেনি সেই সব কৃষকদের , এই প্রকল্পের আয়তায় এনে নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে অতি শীঘ্রই।
এইদিন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে পেরে খুশি হয়ে কুসুমন্ডি এলাকার কৃষকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।