মুম্বইয়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন
Read Time:1 Minute, 19 Second
নিউজ ডেস্ক : বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৩ টে নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের যোগেশ্বরী এলাকায় একটি গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭ টি ইঞ্জিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কিছু সময় আগে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন আশপাশের মানুষজন। তারপরেই এই ঘটনা। এর থেকে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে থাকা কোনও কেমিক্যাল ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিমেষেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও বড় ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে দমকল।