ফের নির্ভয়াকাণ্ডে চার অভিযুক্তের ফাঁসির তারিখ ঘোষণা দিল্লি আদালতের
Read Time:1 Minute, 6 Second
নিউজ ডেস্ক : তিনবার ফাঁসির তারিখ ঠিক হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ফাঁসি আটকে গিয়েছে নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত চার অপরাধীর। ফের নতুন করে ফাঁসির তারিখ ঘোষণা করল দিল্লি আদালত। আদালত সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ মার্চ, ভোর ৫.৩০ মিনিটে ফাঁসি দেওয়া হবে ওই চার অপরাধীকে।
বিভিন্ন কারণের জন্য শেষ মুহূর্তে এসে স্থগিত করে দেওয়া হয়েছে চার অভিযুক্তের ফাঁসি। ৩ মার্চ নির্ভয়াকান্ডের অন্যতম মূল অভিযুক্ত পবন গুপ্তার জন্য ফাঁসি আটকে যায়। তাই নতুন করে ফাঁসির তারিখ ঘোষণার আবেদন করেছিল নির্ভয়ার মা ও তিহার জেল কর্তৃপক্ষ। এরপরই দিল্লি আদালতের পক্ষ থেকে এই দিন স্থির করা হয়েছে।