গতকাল রাতে বিজেপি কর্মীকে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে
গতকাল রাতে নৈহাটিতে সঞ্জয় বিশ্বাস নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার অভিযোগ গতকাল রাতে সে যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই তৃণমূলের কয়েকজন এসে তার উপর হামলা চালায় এবং তার মাথার পেছনে বন্দুকের বাট দিয়ে মারে। রক্তাক্ত অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আহত বিজেপি কর্মী আরও অভিযোগ গত ২৩ শে জুলাই ২০১৯ তার এবং তার পরিবারের সাথে তৃণমূল কিছু জনের এক ঝামেলা হয়। তাতে তার পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আর সেই মামলা তুলতেই নাকি গতকাল রাতে তার উপর তৃণমূলের দুষ্কৃতিরা হামলা চালায়। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র আহত এই বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান। তারা থানায় অভিযোগ দায় করেন। অপর দিকে তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। হামলার নেপথ্যে রয়েছে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।