বিরোধী নেতার অফিসে ভাঙ্গচুর প্রতিবাদে পথে কংগ্রেস
আসানসোল :গত মঙ্গলবার দিল্লিতে বিরোধী দলনেতা অধীর চৌধুরীর অফিসে বিকালবেলা কয়েকজন দুস্কৃতি হামলা চালায়,অফিসে আসবাবপত্র ভাঙ্গচুর করে এবং অফিসের কর্মীদের মারধোর করে।প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাহালেনস্থিত কংগ্রেসের দলীয় অফিস থেকে একটা প্রতিবাদ মিছিল বার কর জাতীয় কংগ্রেস এবং যুবকংগ্রেস,মিছিল আসানসোল বাসস্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন সাহিদ পারবেজ,প্রসেনজিৎ পুইতুন্ডি,তপতি মুখার্জি, সৌভিক মুখার্জি, ভিনসেন্ট হুইলার,মামন রসিদ সহ কংগ্রেস কর্মীরা।যুবকংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি জানান দিল্লিতে মোদি অমিত দাঙ্গা লাগিয়েছিল, ধর্মের নামে রাজনীতি করছেন।লোকসভার বিরোধী দলনেতা একজন বাঙ্গালী, কংগ্রেসের অধীর চৌধুরীর অফিসে পূর্বপরিকল্পিত। বাংলায় বাঙ্গালীদের জন্য অপমানজনক, বিজেপি সরকার বাংলাতে শান্তি বিঘ্নিত করতে চাইছে।৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গৃহমন্ত্রী অমিত সাহ দুস্কৃতিদের গ্রেপ্তার করতে ব্যার্থ,তার কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বার করা হয়েছে।বাংলায় ভেদাভেদের রাজনীতির প্রতিবাদ জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস করবে এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।