ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন ঔষধি দিবস উদযাপনে অংশ নিতে চলেছেন নমো

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক : শনিবার জন ঔষধি দিবস। ৭ মার্চ সারা ভারতজুড়ে প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাটির প্রাপ্তি এবং প্রেরণার বিষয় নিয়ে ‘জন ঔষধি দিবস’ পালন করা হয়।জানা গিয়েছে, সেইদিন অনুষ্ঠান উদযাপনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাতটি ‘প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা কেন্দ্র’-এর সঙ্গে আলোচনা করবেন। প্রতিটি জন ঔষধি দোকানে সেই বার্তা সরাসরি সম্প্রচার হবে দূরদর্শনের মাধ্যমে।
কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গওদা বারানসিতে এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া জম্মু-কাশ্মীরের পুলওয়ামা থেকে এই অনুষ্ঠানে যোগদেন করবেন কেন্দ্রীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী লক্ষ্মণভাই মন্দাভিয়া।
প্রসঙ্গত, জন ঔষধি কেন্দ্রগুলি বিশ্বের বৃহত্তম রিটেল ফার্মা চেন বলে বিবেচ্য। সৎ উপায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দৈনিক আয়ের একটি অনন্য উদাহরণ এই প্রকল্প। ২০১৯-২০২০ অর্থবর্ষে মোট ৩৯০ কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছে এই পরিকল্পনা। যার মাধ্যমে সাধারণ মানুষের ২২০০ কোটি টাকা সঞ্চয় হয়েছে বলে দাবি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!