জমাই কে খুন করে বাড়ির মধ্যেই পুঁতে রাখার অভিযোগ উঠলো শশুর বাড়ির বিরুদ্ধে
শ্বশুরবাড়িতে জামাইকে মেরে বাড়ির মধ্যেই পুতে রাখার অভিযোগ উঠলো।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের পোড়া দিঘির বানিহারি এলাকায়।
এই ঘটনার জেরে পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এইদিন। পরবর্তীতে খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় চিরুনি তল্লাশি করার পর শশুর বাড়ির ভেতর সিড়ির নিচে থেকে বুক সমান মাটি খুড়ে জামাই এর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম সোহেল রানা( 22) বাড়ি কুশমন্ডি থানার খুঁটি পুকুর এলাকায়।
দেড় বছর আগে কুশমন্ডি বানিহারি এলাকার সুলতানা রাজিয়ার সাথে বিয়ে হয়েছিল তার।
কর্মসূত্রে ওই যুবক দিল্লিতে শ্রমিকের কাজ করতো।
কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল।
স্থানীয় বাসিন্দাদের মারফৎ জানা যায় স্ত্রীর অন্যের সাথে অবৈধ সম্পর্ক থাকার জন্য মাঝে মাঝেই পারিবারিক অশান্তি হতো তাদের।
এলাকাবাসীর অভিযোগ মেয়ের অবৈধ সম্পর্ক ঢাকতে শ্বশুরবাড়ির মানুষ জনেরা ওই যুবককে খুন করে নিজেদের বাড়িতেই পুঁতে দিয়েছিল।
ঘটনায় এখন অব্ধি কুশমন্ডি থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে।
এদিনের এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি ,গঙ্গারামপুর মহাকুমার এসডিপিও দীপ কুমার দাস এডিশনাল পুলিশ সুপার ডাবলু ভুটিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
যদিও এই হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, কি কারণে ওই যুবককে খুন হতে হলো
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।