করোনার জেরে ভেষজ রঙই ভরসা হোলি প্রেমীদের কাছে
Read Time:1 Minute, 8 Second
নিউজ ডেস্ক : মারণ ভাইরাস করোনা যে কী ভয়ংকর রূপ নিয়েছে তা ভালোভাবেই বোঝা গেল রঙ খেলায় সাধারন মানুষের উৎসাহ কম দেখে। কারন করোনার হাত থেকে বাঁচতে অনেকেই এবার দোলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য যারা খেলবেন তাদের তালিকা থেকে বাদ গিয়েছে চিনা রঙ। ভেষজ রঙই ভরসা তাঁদের।
জানা গিয়েছে, বাজার থেকে ফুল সংগ্রহ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে ইতিমধ্যেই তা থেকেই ভেষজ আবির তৈরি শুরু করা হয়েছে। কলকাতার কয়েকটি জায়গাতে স্টলও খোলা হয়েছে। সেই স্টলগুলিতে বিক্রি হবে কেবল ভেষজ আবির। তাই নিশ্চিন্তে ভেষজ রঙ দিয়ে খেলায় মেতে ওঠার অপেক্ষায় হোলি প্রেমীরা।