আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাড়ি মিছিলে হাটলো স্কুল-পড়ুয়ারা
ধ্রুবজ্যোতি মহন্ত ,দক্ষিণ দিনাজপুর
মহিলা তৃণমূল কংগ্রেসের হাড়ি মিছিলে হাটলো স্কুল পড়ুয়ারা।রবিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবস কে সামনে রেখে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বের করা হলো হাড়ি মিছিল। এই হাড়ি মিছিলে মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের সাথে হাটলো বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মিঠু জোয়াদ্দার সহ অন্যান্য তৃণমূল মহিলা নেতৃত্বরা । এদিনের এই হাড়ি মিছিল গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে শুরু করে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড,ব্লকপাড়া,হাইস্কুল পাড়া, বড়বাজার,চৌপথি হয়ে ফের ফুটবল মাঠে এসে শেষ হয়। এদিনের এই মিছিল থেকে কেন্দ্র সরকারের এনআরসি এনটিআরসিএ এর বিরোধিতায় একাধিক শ্লোগান দেয় তৃণমূল মহিলা কর্মী-সমর্থকরা এর পাশাপাশি দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানায় এর পাশাপাশি দিল্লিতে শান্তি স্থাপনের দাবি তোলে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা এর পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা বলেন এনআরসি চাই না ভাত চাই এনটিআর চাই না ভাত চাই সিএ চায়না ভাত চাই এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা