নকল পুলিশ আসল পুলিশের জালে, চারচাকা গাড়ি সহ গ্রেপ্তার দুই।
Read Time:1 Minute, 28 Second
ঘটনাটি অশোকনগর থানার জিরাট রোডের মনসা পেট্রোলপাম্প এলাকার। পুলিশ সূত্রে খবর শনিবার রাতে এক ট্রাক চালক অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ করে জানায়। দুজন একটি পুলিশ লেখা চার চাকা গাড়ি নিয়ে সমস্ত গাড়ি দাড় করিয়ে টাকা নিচ্ছে।
এই কথা শোনা মাত্র সাথে সাথে ঘটনাস্থলে পৌছায় অশোকনগর থানার পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে দুই অভিযুক্ত শেখ মুকাব্বার ও আবদুল শরিফ কে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করে। দুজনের বাড়ি দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া এলাকায়। ধৃতরা পুলিশি জেরায় জানায় আবদুল শরিফ পেশায় গাড়ির চালক এবং হাবড়া থানায় তিন মাস গাড়ির চালকের কাজ করেছে। ওপর দিকে শেখ মুকাব্বর পেশায় ভ্যান চালক। ধৃত দুজনকে সাতদিনের পুলিশ হেপাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে রবিবার। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তদন্তে পুলিশ।