চিনে ভেঙে পড়লো পাঁচতলা করোনা সেন্টার, আটকে ৭০ জন
Read Time:58 Second
নিউজ ডেস্ক : আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল করোনা আক্রান্তদের চিকিৎসা জন্য পাঁচতলা একটি সেন্টার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ চিনের ফুজিয়ান প্রদেশের কোয়ানজু শহরে। জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় কমপক্ষে ৭০ জন মানুষ আটকে পড়েছেন।
সূত্র মারফত জানা গিয়েছে, হোটেলটিতে মোট ৮০ টি ঘর ছিল। করোনা ভাইরাসে আক্রান্তদের সেখানে রেখে চিকিত্সার বন্দোবস্ত করা হয়েছিল। সবক’টি ঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোটেলের ধ্বংসস্তূপ সরিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে রয়েছেন আরও প্রায় ৭০ জন। জোরকদমে চলছে উদ্ধারকাজ।