তুমিই নারী স্বপ্ন দেখো – আজ নারী দিবসে
তোমার হাত ধরে প্রথম হাঁটতে শেখা, তুমিই শিখিয়েছিলে কিকরে গর্ভে থাকতে হয় নয় মাস, তুমি অসুরদের থেকে এই পৃথিবীর ধ্বংস থেকে বাঁচিয়েছিলে, তুমি নিবেদিতা থেকে মাদার টেরেসা, চিত্রাঙ্গদা থেকে কল্পনা চাওলা, তুমি মাতঙ্গিনী থেকে ইন্দিরা, তুমি দুর্গা, তুমি নীরা, তুমি মা, তুমি মেয়ে, তুমি নারী অদ্বিতীয়া। তোমার অধিকার তুমি, তোমার স্বপ্ন ধারণ করা, তোমার জীবিকা আন্তরিক, তোমার স্পর্শে জন্ম, তুমি এখানে তোমার অদ্বিতীয়া। আজ আন্তজার্তিক নারী দিবসে সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে দর্পনের পরিচালনায় কৃষ্ণনগর দ্বিজেন্দ্র মঞ্চে সমাজের সমস্ত স্তরের নারীদের সন্মান জানাতে, তাদের অধিকারকে বুঝে নেওয়ার এক অন্যনারী দিবস ” অদ্বিতীয়া। দর্পনের মূল লক্ষ্য সেভ দ্যা চাইল্ড।আগামী দিনে নারীদের নিয়ে বিভিন্ন রকম কাজ তারা করবে। তাদের প্রতিভা কে মানুষের সামনে তুলে ধরাই হলো এদের মূল লক্ষ্য। অনুষ্ঠান সঞ্চালনা করে পিউলি,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সংগীতা রায় চৌধুরী, গানে সংযুক্তা ভট্ট, বীথিকা চক্রবর্ত্তী,শাস্ত্রীয় সঙ্গীতে ইন্দ্রানী ভট্টাচার্য্য, নৃত্যে শুভেচ্ছা সরকার, কবিতায় তিতিন্দ্রা, এছারা আরও গুণী শিল্পীসমাগমে নারী দিবসে এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নারীদের এক অন্য সন্মান দিলো এই শহরে।