করোনার থাবা শেয়ার মার্কেটে, রেকর্ড পতন সেনসেক্সের
Read Time:53 Second
নিউজ ডেস্ক : বিশ্ব জুড়ে করোনার আক্রান্ত থেকে নিস্তার পাচ্ছে না কেউই। এই ভাইরাস আতঙ্ক মাঝেই ধ্বসের কারন হয়ে উঠছে শেয়ার মার্কেট পতনের। সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় ১৭০০ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। এ দিন সেনসেক্স ১৭০০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৩৫,৮৫৭.৮১। অন্য দিকে, নিফটি ৪৬৪ পয়েন্ট পড়ে হয় ১০,৫২৫.৪৫। দিনের শুরুতে সেনসেক্স কিছুটা উঠেছে, কিন্তু তা স্থায়ী হয়নি। পাশাপাশি জাপান, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারেও ধ্বস নামে।