দূষ্কৃতিদের বন্দুকের বাঁট ও শাঁবলের মারে গুরুতর জখম
Read Time:1 Minute, 18 Second
দূষ্কৃতিদের বন্দুকের বাঁট ও শাঁবলের মারে গুরুতর জখম দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া (২) পঞ্চায়েতের হরপুকুর গ্ৰামের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সদস্য জুম্মান আলি(৫৫)। অভিযোগ সোমবার রাতে বিড়ি থেকে বেড়িয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সাতজন দূষ্কৃতি তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে বেধরক মারধোর করে মাথায় শাঁবল ও বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দিলে উত্তেজনা ছড়ায় এলাকায়। গুরুতর অবস্থায় জখম পঞ্চায়েত সদস্যকে স্থানিয়রা উদ্ধার করে বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবস্থার অবনতি হলে বারাসত সদর হাসপাতালে পাঠানো হয়। মাথায় বারোটি সেলাই পড়েছে জুম্মান আলির। ঘটনায় সাত দূষ্কৃতির নামে থানায় লিখিত অভিযোগ ঘটনার তদন্তে দেগঙ্গা থানার পুলিশ