ভরদুপুরে ঘড়ের জানালা ভেঙে চুরি করতে এসে ধৃত
Read Time:1 Minute, 16 Second
ভরদুপুরে ঘড়ের জানালা ভেঙে চুরি করতে এসে ধৃত যুবককে গনধোলাই দিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের গোসাইপুর গ্ৰামের পেশাই রাজমিস্ত্রিখবির আলির বাড়িতে।মঙ্গলবার দুপুরে পাড়ায় একটি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন খবির আলির পরিবারের সদস্যরা। বাড়ি ফিরে এসে দেখেন ঘড়ের জানলা ভাঙ্গা, আলমারি ভেঙে চোর চুরি করে নিচ্ছে টাকা, সোনা গহনা। মহিলা চিৎকার চেঁচামেচি করতেই জানলা দিয়ে পালাই চোর। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে স্থানিয় বাসিন্দারা চোরের পিছু নিয়ে তাড়া করে ধরে গনধোলাই দিয়ে দেগঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ক্ষিপ্ত গ্ৰামবাসীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় দেগঙ্গা থানায়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।