ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ল পাকিস্তানি অনুপ্রবেশকারী
Read Time:1 Minute, 15 Second
নিউজ ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী।জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ফরিয়াদ আলি (২০)। ধৃত ব্যক্তি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কোটলির বাসিন্দা বলে জানা গিয়েছে।
এ বিষয়ে পুলিশের এক আধিকারিক বলেন, রবিবার গভীর রাতে বালাকোট সেক্টরের সামনে ভারতীয় সেনাবাহিনী তাকে দেখতে পেয়ে বাধা দিয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিটি মানসিকভাবে অক্ষম এবং অসাবধানতাবশত এই দিকে অনুপ্রবেশ করতে পারে বলে প্রাথমিক অনুমান। ঠিক কী কারণে ওই ব্যক্তি সেখানে এসেছিলেন, সে ব্যাপারে অধিকারিকরা এখনও পর্যন্ত সঠিক কিছু জানতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদ শেষ হলে এই বিষয়টি স্পষ্ট হবে।